• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ৯ মাস পর মুখ খুললেন পরীমণি


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৪, ১১:০৯ এএম
বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ৯ মাস পর মুখ খুললেন পরীমণি

ঢাকা: ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের দুই আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি ও শবনম বুবলী। চলতি বছরের শুরুর দিকে দ্বন্দ্বে জড়ান তারা। বুবলী তার পুত্র বীরের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। মূলত, এই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূচনা।

ভিডিওটি দেখার পর কারও নাম উল্লেখ না করে পরীমণি দাবি করেছিলেন, তার দেখাদেখি একইরকম ভিডিও বানিয়েছেন বুবলী। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট দেন বুবলী ও পরীমণি। তবে ভার্চুয়াল এই ‘ঠান্ডা যুদ্ধ’ কখনও মুখোমুখি রূপ নেয়নি। দীর্ঘ ৯ মাস পর বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন পরীমণি। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ খোলামেলা কথা বলেন এই নায়িকা।

পরীমণি বলেন, আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন!

এই নায়িকা আরও বলেন, বুবলীর বোনকে তো আমি চিনতামই না। তার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত।

তিনি বলেন, আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।

ইউআর

Wordbridge School
Link copied!