• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

পুত্রবধূর ঘাড় থেকে চুল সরিয়ে সমালোচনার মুখে নাগার্জুন


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১০, ২০২৪, ১১:৪৭ এএম
পুত্রবধূর ঘাড় থেকে চুল সরিয়ে সমালোচনার মুখে নাগার্জুন

ঢাকা: সদ্যই বিয়ে করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে গত বুধবার রাতে হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন এই তারকা জুটি। কিন্তু এরই মধ্যে সমালোচনার পাত্র হয়ে উঠলেন নাগা চৈতন্যর বাবা ও দক্ষিণী অভিনেতা নার্গাজুন। পুত্রবধূর ঘাড় থেকে চুল সরানোর কারণে নাগার্জুনের বিরুদ্ধে একহাত নিয়েছেন নেটিজেনরা।

তবে অনেক আগে থেকেই নাকি পুত্রবধূ শোভিতা ধূলিপালার সৌন্দর্যে কুপোকাত ছিলেন শ্বশুর নার্গাজুন। যদিও তখনও তিনি জানতেন না পরবর্তীতে শোভিতাই তার পুত্রবধূ হবেন।

তেলুগু ছবি ‘গুড়াচারি’-তে অভিনয় করেছিলেন শোভিতা। ছবিটি সফল হওয়ার পরে একটি অনুষ্ঠানে তখন শোভিতাকে ‘হট’ বলে সম্বোধন করেছিলেন নাগার্জুন। সেই অনুষ্ঠানে শোভিতা সম্পর্কে প্রশ্ন করা হলে নাগার্জুন বলেন, ‘শোভিতা ধুলিপালাকে সত্যিই দারুণ লেগেছে এই ছবিতে। আমার বলা উচিত নয়, তা-ও বলব, ও সত্যিই আবেদনময়ী। একজন পুরুষ যেমন নারী কল্পনা করেন তেমন নারী শোভিতা।’

তখন অবশ্য অভিনেতা জানতেন না, ভবিষ্যতে শোভিতাই তার পুত্রবধূ হবেন। এবার বিয়ের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পূজা দিতে গিয়ে পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সরিয়ে দিতেই নেটপাড়ায় জোর জল্পনা নাগার্জুনকে নিয়ে।

মন্দির দর্শনে গিয়ে পুত্রবধূকে তিলক পরানোর সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন শ্বশুর নাগার্জুন। শোভিতার ঘাড়ের কাছে চুল সরিয়ে দিয়ে পুত্রবধূকে সাহায্য করতেই নেটপাড়ায় সমালোচনা। কেউ লিখেছেন, ‘কার স্ত্রী বোঝা যাচ্ছে না।’ কেউ আবার মন্তব্য করেছেন ‘এরা এদের বাবাকে ছাড়া কোথাও যান না কেন?’

আসলে শোভিতা-নাগার বাগ্‌দানের খবর প্রকাশ্যে এনেছেন বাবা নাগার্জুন। এমনকি বিয়ের পরও শোভিতাকে পরিবারের স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট করেন নাগার্জুন। তবে অভিনেতার মন্দিরে ঘটনা অনেকেই ভালো চোখে দেখেননি।

ইউআর

Wordbridge School
Link copied!