• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন


বিনোদন ডেস্ক: ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:১৫ পিএম
রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন

ঢাকা: গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশের গুণী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। বর্তমানে তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম। 

তিনি জানান, ‌এক সপ্তাহের বেশি সময় ধরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ইতিবাচক কোনো সংবাদ তারা দিতে পারছেন না।

একুশে পদকজয়ী এ সংগীতশিল্পী ক্যান্সারের রোগী। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ। অবস্থাটা এখন বেশ গুরুতর।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাপিয়ার মৃত্যুর গুজব ছড়িয়েছে। বিষয়টি নিয়ে নিন্দাও জানিয়েছেন বুলবুল ইসলাম।

উল্লেখ্য, পায়িয়া সারোয়ার ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেছেন। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ক্যারিয়ারে এই গায়িকার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। এর মধ্যে ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা এনে দিয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!