• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

নতুন অধ্যায় শুরু অনুরাগকন্যা ও শেন গ্রেগের


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১২, ২০২৪, ১১:৫৪ এএম
নতুন অধ্যায় শুরু অনুরাগকন্যা ও শেন গ্রেগের

ঢাকা: বিয়ে করলেন অনুরাগকন্যা আলিয়া কাশ্যপ। দীর্ঘদিনের প্রেমিক উদ্যোক্তা শেন গ্রেগের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বুধবার (১১ ডিসেম্বর) সেই প্রেম পরিণতি পেল। গত বছর বালিতে গিয়ে অনুরাগকন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেন। গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল প্রাকবিবাহ পর্ব।

বিয়ের জন্য রঙিন পাথরখচিত হালকা গোলাপি রঙের একটি লেহেঙ্গা বেছে নিয়েছিলেন আলিয়া। চুল ছিল খোলা। মাথায় ঘোমটা। সঙ্গে মানানসই গহনা। অন্যদিকে শেন গ্রেগ পরেছিলেন একটি সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের সোহাগী মুহূর্তের ছবি সামাজিক যোগযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন আলিয়া কাশ্যপ। জীবনের সঙ্গীর ঠোঁটে ঠোঁট রাখার ছবি শেয়ার নজর কেড়েছেন নেটিজেনদের।

জানা গেছে, গায়ে হলুদে বর ও কনে দুজনেই রঙ মিলিয়ে হলুদ পোশাক পরেছিলেন। মেহেন্দি অনুষ্ঠানের সঙ্গে বসেছিল খানাপিনার আসর। এদিন গাঢ় সবুজ রঙের পোশাকে দেখা যায় দুজনকেই। প্রতিটি অনুষ্ঠানে বর-কনের সঙ্গে মধ্যমণি ছিলেন অনুরাগও। মেয়ের প্রাকবিবাহ অনুষ্ঠানে পরিচালককে নাচতেও দেখা গেছে।

বিয়ের আসরে বসেছিল বলিতারকাদের মেলা। উপস্থিত ছিলেন শাহরুখকন্যা সুহানা খান, খুশি কাপুর, বেদাঙ্গ রায়না, ববি দেওল। আরও ছিলেন সপরিবার সানি লিওন, ইমতিয়াজ আলি, নওয়াজউদ্দিন সিদ্দিকী, কল্কি কেকলাঁ এবং ওরি।

ইউআর

Wordbridge School
Link copied!