• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

ফারুকীর সিনেমা ‘৮৪০’ দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ


বিনোদন ডেস্ক: ডিসেম্বর ১২, ২০২৪, ০৩:৩০ পিএম
ফারুকীর সিনেমা ‘৮৪০’ দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ

ঢাকা: ২০০৭ সালে তৈরি হয়েছিল '৪২০'। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব আর তামাশা সবকিছুকেই ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে '৪২০'-এর ডাবলআপ '৮৪০', যা ইতোমধ্যে গত ৫ ডিসেম্বর ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দেন ঢালিউড নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

এ ঘোষণা দিতে না দিতেই পরদিন ৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’–এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেন তার ফেসবুকে। সেই সঙ্গে জানিয়ে দেন— শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় সিরিজটি।

বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়েই এ গল্প ‘৮৪০’। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এরই মধ্যে গতকাল বুধবার (১১ ডিসম্বের) রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় ‘৮৪০’ সিনেমার বিশেষ প্রিমিয়ার। সেখানে ছবির সব কলাকুশলী উপস্থিত ছিলেন। 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা সবাই এদিন ছবিটি উপভোগ করেন। প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। 

৮৪০ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘমেয়াদি ও সর্বজনীন লড়াই সেটি হলো— সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি আগের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একজন শিল্পী, নির্মাতা ও সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা নানা কারণে অনেক বিষয় তুলে আনতে পারেননি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। তিনি বলেন, আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের কাছে আমাদের আহ্বান— সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।

এদিকে নির্মাতা ফারুকী এর আগেই জানিয়েছিলেন, একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ হতে যাচ্ছে ‘৮৪০’। যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন— আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন? সেই থেকে ট্রেলার দেখে দর্শকরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে।

উল্লেখ্য, ‘৮৪০’-এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে মুক্তি পায় ট্রেলারটি, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল দর্শকদের মাঝে।

‘৮৪০’-এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়া দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তাদের প্রায় সবাই এদিন প্রিমিয়ারে অংশ নেন।

আইএ

Wordbridge School
Link copied!