Menu
ঢাকা: অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুটিং সেটে আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।
ফেসবুক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, “আমাদের ‘হাউ সুইট নাটকের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’
তিনি আরও লেখেন, ‘সাথে সাথে আমরা তাদের নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণে এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অমির এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। অনেক তারকারাও কমেন্ট করেছেন।
দেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। বছরজুড়েই নাটক আর ওয়েব কনটেন্ট নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বর্তমানে ‘হাউ সুইট’ নাটক নিয়ে ব্যস্ত তিনি। আর এই নাটকের শুটিং করতে গিয়েই ঘটে গেল বিপদ।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT