• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

টুইঙ্কেল খান্নাকে অশ্লীল প্রস্তাব!


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২৪, ১০:৪৯ এএম
টুইঙ্কেল খান্নাকে অশ্লীল প্রস্তাব!

ঢাকা : সিনেমা করতে গিয়ে সব ক্ষেত্রে কি পরিচালকের দাবি মেনে চলা সম্ভব হয়? টুইঙ্কেল খান্নার ক্ষেত্রেও একবার তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে অশ্লীল প্রস্তাব মনে হওয়ায় পরিচালককে মুখের ওপর জবাব দেন টুইঙ্কেল।

টুইঙ্কেল অভিনেত্রী ওয়াহিদা রেহমানের সাথে কথোপকথনে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। টুইটার ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে তা শেয়ার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুটিং সেটে টুইঙ্কেলের বৃষ্টিতে ভিজে একটা দৃশ্য করতে হত। তিনি আগেই জানতেন। কিন্তু সেটে পৌঁছাতেই বাস্তবটা পাল্টে যায়। অস্বস্তিতে পড়তে হয় তাকে। শেষ মুহূর্তে পরিচালক টুইঙ্কেলকে বলেন, তিনি কি মন্দাকিনীর মতো একটা শট দিতে পারবেন? মানে হলো স্বচ্ছ পোশাকে পর্দায় আসতে বলা।

টুইঙ্কেল একমুহূর্ত সময় না নিয়ে জানিয়েছিলেন তিনি পারবেন না। কারণ তার সামনে থাকা পরিচালক রাজ কাপুর নন। পরিচালক চুপ হয়ে যান এরপর। যদিও সিনেমাটির নাম প্রকাশ করেননি।

এ কথা সবাই জানেন টুইঙ্কেল বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সেদিনও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি যেটুকু করবেন বলে জানিয়েছিলেন সেইটুকুই শট দিয়েছিলেন। পরিচালকের বাড়তি চাহিদা পূরণ করেননি।

এমটিআই

Wordbridge School
Link copied!