• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

আরিয়ানের ‘স্টারডম’-এ দেখা যাবে ‘ওম শান্তি ওম’-এর মতো নাচ?


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:৪৮ পিএম
আরিয়ানের ‘স্টারডম’-এ দেখা যাবে ‘ওম শান্তি ওম’-এর মতো নাচ?

ঢাকা : শাহরুখ পুত্র আরিয়ান খান ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন। তবে অভিনেতা হিসেবে নয়, পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন তিনি। কিং খানের ছেলের আসন্ন সিরিজ় ‘স্টারডম’নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে এখন শোনা যাচ্ছে বাবা শাহরুখ খানের পথ অনুসরণ করছেন আরিয়ান। অনেকের মনেই প্রশ্ন এটা কী ভাবে সম্ভব? ‘স্টারডম’-এর শেষ আপডেট অন্তত সেই কথাই বলছে।

আরিয়ান খানের আসন্ন সিরিজ় ‘স্টারডম’-এর সর্বশেষ আপডেট অনুসারে, এই ছবিতে এমন একটি দৃশ্য দেখা যাবে যেখানে একঝাঁক বলিউড তারকা থাকবে। আরও শোনা গিয়েছে, শাহরুখ খানকেও এই গানের দৃশ্যে একেবারে অন্যরূপে দেখা যাবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, একজন বা দু’জন নয়। মোট ১৮ জন বলিউড সেলিব্রিটি এই সিরিজ়ের সঙ্গে যুক্ত হতে চলেছেন। প্রতিবেদনে এমনটাও দাবি করা হয়েছে যে আরিয়ান খানের সিরিজ ‘স্টারডম’-এর একটি দৃশ্যে ‘ওম শান্তি ওম’-এর মতো তারকাখচিত অনুষ্ঠান দেখা যাবে। ছবিটির শুটিং হবে বান্দ্রায়।

এই দৃশ্যটির শুটিং মেহবুব স্টুডিওতে হবে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, মিড ডে-র খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই দৃশ্যের শুটিং শেষ করেছেন কয়েকজন সেলিব্রিটি। এই তালিকায় শানায়া কাপুর, অর্জুন কাপুর, রাজকুমার রাও এবং সিদ্ধান্ত চতুর্বেদীর মতো তারকারাও রয়েছেন।

শাহরুখের ‘ওম শান্তি ওম’-এর সঙ্গে এই গানের মিল রয়েছে বলে মনে করছেন অনেকেই। যেখানে ৩০ জন তারকা অংশ নিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর এই দৃশ্যের শুটিং শেষ হবে। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী তো রয়েইছে, শাহরুখের সময়কার কোনও তারকা থাকবেন কি না কৌতুহলী ভক্তরা।

এমটিআই

Wordbridge School
Link copied!