• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিজয়ের দিনে যত কনসার্ট


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৪৩ এএম
বিজয়ের দিনে যত কনসার্ট

ঢাকা: মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালে রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ অভ্যুদয়ের এই ঐতিহাসিক দিনটি উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এরমধ্যে বিজয় দিবস উপলক্ষে রয়েছে বেশকিছু কনসার্ট। এদিন রাজধানী ঢাকায় দুটি কনসার্ট; এ ছাড়া ময়মনসিংহে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

সবার আগে বাংলাদেশ
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত বিজয় কনসার্টে পারফর্ম করবেন একঝাঁক তারকা সংগীতশিল্পী। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, আসিফ, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের গান পরিবেশনের কথা রয়েছে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। শ্রোতা-দর্শকের জন্য দুপুর ১২টায় গেইট খুলে দেওয়া হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠানটির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট। যেখানে পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল ও লালন। সন্ধ্যা ৬টায় শুরু হবে সংগীত পরিবেশনা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

ময়মনসিংহ
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ‘সবার আগে বাংলাদেশ, বিজয়ে জিয়া’ নামের একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবেন পড়শী। আরও রয়েছে ব্যান্ড ওয়ারফেজ, অবসকিওর ও শিরোনামহীন। কনসার্টটি শুরু হবে বিকেল ৪টায়। সবার জন্য উন্মুক্ত। এটি আয়োজন করেছে বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা।

এসএস

Wordbridge School
Link copied!