• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সৎ থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না : তানজিন তিশা


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:১৬ এএম
সৎ থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না : তানজিন তিশা

ঢাকা: ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। এক অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভালো ভালো অনেক কাজ করছি যেটা অনেক মেয়ের স্বপ্ন।’

তিশার কথায়, ‘আমি একটা কথা বিশ্বাস করি কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এজন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’

‘জীবনে উত্থান-পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো দিক বা গুণ বলতে পারি, যেটা হয়তো অনেক আর্টিস্ট পারেনা।’

অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর সুযোগ হয়েছে ক্লাসিক্যাল নাচ করার। প্রায় ৬ বছর পর নাচলাম। আমি তো আসলে নাচের মেয়ে। গ্রাজুয়েশন শেষ করিনি কিন্তু পাঁচ বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি। সে জায়গা থেকে আমি নাচ ভালোবাসি।’

অভিনেত্রীর ভাষ্য, ‘অভিনয়ের পাশাপাশি আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে স্টেজ পারফর্ম। একটা সুন্দর কাজের প্রাপ্তি নিয়ে বছরটা শেষ করছি।’

ইউআর

Wordbridge School
Link copied!