• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

মুক্ত পেল মেহজাবীনের ‘প্রিয় মালতি’


বিনোদন ডেস্ক: ডিসেম্বর ২০, ২০২৪, ১০:৩১ এএম
মুক্ত পেল মেহজাবীনের ‘প্রিয় মালতি’

ঢাকা: এক দশকেরও বেশি সময় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক ঘটল তার। শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’, যেখানে নাম চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন।

সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় মালতীকে। দেশের অনেক নারীই আছেন, যারা জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন- তাদের নিয়েই ‘প্রিয় মালতী’র গল্প।

মেহজাবীন ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

ইতোমধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে।

জানা গেছে, ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণি; ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমায় ছবিটি দেখা যাবে।

আইএ

Wordbridge School
Link copied!