ঢাকা : হলিউডের আসন্ন ছবি মুফাসা: দ্য লায়ন কিং মুক্তির অপেক্ষায় রয়েছে, যা ভারতে এই সপ্তাহের অন্যতম বড় রিলিজ হিসেবে ধরা হচ্ছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দ্য লায়ন কিং সিনেমার এই স্পিন-অফ প্রিক্যুয়েল ভারতে বিশাল সাফল্যের সম্ভাবনা তৈরি করেছে, বিশেষ করে শাহরুখ খান এবং মহেশ বাবুর মতো তারকার কণ্ঠ দেওয়ার জন্য।
বিশ্বের অন্যান্য বাজারে মুফাসা ততটা সাড়া ফেলতে পারছে না, যতটা ২০১৯-এর দ্য লায়ন কিং ফেলেছিল। তবে ভারতের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। প্রথমত, ভারতে দ্য লায়ন কিং যথেষ্ট জনপ্রিয় হলেও তা অ্যাভেঞ্জার্স বা অ্যাভাটার-এর মতো বিশাল আকারের হিট ছিল না। সেই তুলনায় মুফাসা ভারতে একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে।
২০১৯ সালে দ্য লায়ন কিং-এর হিন্দি সংস্করণে মুফাসার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান, এবং এবারও তিনি তার ভূমিকা পুনরায় করছেন। এছাড়াও, তেলেগু সংস্করণে মুফাসার কণ্ঠ দিয়েছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। তাদের উপস্থিতি সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে।
ভারতের বাজারে মুফাসা প্রথম দিনে ৮-৯ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে আশা করা হচ্ছে। প্রি-সেলিং টিকিট বিক্রির ভিত্তিতে, জাতীয় মাল্টিপ্লেক্স চেইনগুলোতে প্রথম দিনের জন্য ইতোমধ্যে ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং এই সংখ্যা ৬০-৭০ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে। ২০১৯ সালের দ্য লায়ন কিং ভারতে প্রথম দিনে ১১.১০ কোটি আয় করেছিল। মুফাসা একই ধরনের ব্যবসার লক্ষ্য রাখছে।
বিশেষ করে হিন্দি এবং তেলেগু ডাবিং সংস্করণে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণত হলিউড সিনেমার প্রি-সেলিংয়ে ইংরেজি সংস্করণই ৭০-৮০ শতাংশ থাকে, তবে মুফাসা-তে এটি মাত্র ৪৫ শতাংশ। যদিও দক্ষিণ ভারত বরাবরই এগিয়ে থাকে, তবে এটি একটি পারিবারিক চলচ্চিত্র হওয়ায় শনিবার ও রবিবারের ব্যবসায় ভালো বৃদ্ধি আশা করা হচ্ছে। দ্য লায়ন কিং-এর মতো বিশাল সপ্তাহের শেষে প্রবৃদ্ধি হয়তো পুনরায় সম্ভব না হলেও, ভারতীয় বাজারে মুফাসা একটি স্থিতিশীল এবং সফল রিলিজের পথে রয়েছে।
এমটিআই