• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

শিল্পকলার সাত মিলনায়তন পাচ্ছে নতুন নাম


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৫১ পিএম
শিল্পকলার সাত মিলনায়তন পাচ্ছে নতুন নাম

ঢাকা : নতুন নাম চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাতটি মিলনায়তনের জন্য। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ইতিমধ্যে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম প্রকাশ্যে এনেছেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে এ নামকরণের বিষয়টি জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

তিনি জানিয়েছেন, “এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী নাট্যালয় এবং জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম আলাওল নাট্যালয় দেওয়া হয়েছে।”

একাডেমির এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনের পাশপাশি চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরও চারটি মিলনায়তনের নামও চূড়ান্ত করা হয়েছে। তবে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হবে তা পরে জানাবে শিল্পকলা একাডেমি।

এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমী সাধক শাহ আবদুল করিমের নামে।

এছাড়া চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।

১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভায় নতুন নামকরণ অনুমোদন হয়েছে। এ সংক্রান্ত সব প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যে শেষ করে শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিকভাবে জানাবে বলেও জানান ওই কর্মকর্তা।

এমটিআই

Wordbridge School
Link copied!