• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

জানা গেল নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির আসল ঘটনা


বিনোদন ডেস্ক: ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:২৭ পিএম
জানা গেল নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির আসল ঘটনা

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, হাতে হাতকড়া পরিহিত এক ব্যক্তি পুলিশের পোশাক পরা একজন নারীর দিকে বারবার তাকাচ্ছেন। এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা একজন পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি একটি বাস্তব ঘটনা। তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি।

শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং, এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি’র ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Asif Adnan Bro’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

এতে আরও বলা হয়েছে, ভিডিওটির সাথে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া, ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়। পরবর্তীতে, আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে আসিফ আদনান বলেন, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন।

এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়। সুতরাং, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

আইএ

Wordbridge School
Link copied!