• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আবারো বিয়ে করতে চলেছেন রাশমিকা?


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২২, ২০২৪, ০১:৪১ পিএম
আবারো বিয়ে করতে চলেছেন রাশমিকা?

ঢাকা : বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। পর পর কয়েকটি সফল সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়।  সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান—তা জানিয়েছেন রাশমিকা।

নায়িকা বলেন, আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।

রাশমিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।

মান্দানা কিরিক পার্টি চলচ্চিত্রের শুটিং চলাকালীন রক্ষিত শেঠির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং ২০১৭ সালের ৩ জুলাই তারা বিয়ে করেন। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে মতভিন্নতার কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।

এমটিআই

Wordbridge School
Link copied!