• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকারি ভাতা নিচ্ছেন ‍‍`সানি লিওন‍‍`, ফাঁস হলো রহস্য


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৩, ২০২৪, ০৭:৪৪ পিএম
সরকারি ভাতা নিচ্ছেন ‍‍`সানি লিওন‍‍`, ফাঁস হলো রহস্য

ঢাকা : ভারতের পশ্চিমবাংলার 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর ধাঁচেই ছত্তিশগড়ে নারীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সেই রাজ্যের বিজেপি শাসিত সরকার। সেই প্রকল্পের নাম 'মাহতারি বন্দন যোজনা'। তবে সেই প্রকল্পের উপভোক্তাদের তালিকায় রয়েছেন অভিনেত্রী ও মডেল 'সানি লিওন'!

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাহতারি বন্দন যোজনার তালিকায় নাম রয়েছে সানি লিওনের। তার নামে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে ছত্তিশগড়ে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে যোজনার অধীনে ১,০০০ টাকা করে ভাতাও জমা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে।

আসলে এই 'সানি লিওন' আসল নন। সূত্রের দাবি, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে একজন পুরুষ ওই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল সানি লিওনের নামে। তবে, এর সঙ্গে ওই অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই।

পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন তার নাম বীরেন্দ্র জোশি। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সমস্ত পদক্ষেপ করা হবে।

একইসঙ্গে যে সরকারি কর্মকর্তারা এই অ্যাকাউন্টের ভেরিফিকেশন করার দায়িত্বে ছিলেন, তাদেরও চিহ্নিত করা হয়েছে। যদি দেখা যায়, এই ঘটনায় ওই সরকারি কর্মকর্তাদের কোনও 'অবদান' রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক হরিশ এস এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই দায়িত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুকল্যাণ বিভাগকে। তাদের বলা হয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা, নাকি নেপথ্যে কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। যাদের দায়িত্বজ্ঞানহীনতায় এত বড় কাণ্ড ঘটল, তাদের সকলকে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!