• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দিনের পর দিন গোসল না করেই কাটিয়ে দিতেন অনিল কাপুর


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২৪, ০৩:০৭ পিএম
দিনের পর দিন গোসল না করেই কাটিয়ে দিতেন অনিল কাপুর

ঢাকা: ১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনিল কাপুরের। চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন, এখনও নতুন নতুন চরিত্রে দর্শককে চমকে দেন। চলতি বছরে ‘ফাইটার’ এবং ‘সাভি’ ছবিতে অনিলকে দেখেছেন দর্শক। কিন্তু অনেকেই হয়ত জানেন না, একসময় দিনের পরদিন গোসল না করেই কাটিয়ে দিতেন অনিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইয়ের এই বিশেষ কাণ্ড ফাঁস করেছেন বনি কাপুর।

১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ ছবিতে অনিলের অভিষেক হলেও ১৯৭১ সালে ‘তু পায়েল ম্যায় গীত’ ছবিতে কাজ করেছিলেন অনিল। সেখানে শশী কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে দুঃখের বিষয় ছবিটি মুক্তির আলো দেখেনি। বনি জানান, এই ছবিতে অভিনয়ের সময় দিনের পর দিন গোসল করতেন না অনিল।

বনি বলেন, ‘অনিল ছোট থেকেই অভিনেতা হতে চাইত। ও তখন স্কুলে পড়ে। ছবিতে শশী কাপুরের ছোটবেলার চরিত্র। শ্যুটিংয়ের পরেও ও মেকআপ অক্ষুণ্ন রাখার জন্য কয়েকদিন ধরে গোসল করত না।’

বনি জানান, অনিল রূপটান মুছতে চাইতেন না। অন্যথায় তিনি যে অভিনয় করছেন, সেটা নাকি সকলে বুঝতে পারবে না। তবে ক্যারিয়ারের শুরুতে অনিলকে প্রচুর লড়াই করতে হয়েছে বলেও জানান। 

চলতি বছরে ‘ফাইটার’ এবং ‘সাভি’ ছবিতে দর্শক অনিলকে দেখেছেন। অভিনেতার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ইউআর

Wordbridge School
Link copied!