• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

কারিশমাকে বন্ধুর বিছানায় পাঠাতে চেয়েছিল প্রাক্তন স্বামী!


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:২৮ এএম
কারিশমাকে বন্ধুর বিছানায় পাঠাতে চেয়েছিল প্রাক্তন স্বামী!

ঢাকা : বচ্চন পরিবারের বউ হওয়া হয়নি। ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। শোনা যায় কারিশমার মায়ের আস্থা ছিল না অভিষেকের ওপর। সে কারণেই বাগদান হলেও জোর করেই বিয়ে ভেঙে দেন। ২০০৩ সালে কারিশমা বিয়ে করেন সঞ্জয়কে। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন তারা।

২০১৬ সালে কারিশমা তার স্বামীর নামে এমন কিছু অভিযোগ আনেন, যা শুনলে চমকে উঠবেন আপনি। কারিশমা অভিযোগ করেন, সঞ্জয়ের সঙ্গে সে সময় তিনি হানিমুনে। আচমকাই সেখানে হাজির হন সঞ্জয়ের কিছু বন্ধু। স্ত্রীকে বাজি রাখেন সঞ্জয়। ঠিক যেন আজকের মহাভারত।

বাজি হারতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও এতটুকু সঙ্কোচ হয়নি তার। কারিশমাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানায় যেতে জোর করেন সঞ্জয়। তবে কারিশমা রাজি হননি। তার অভিযোগ, প্রতিবাদ করতেই মার খেতে হয় তাকে।

অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন, কারিশমা নাকি কোনদিন তাকে ভালোবাসেননি। স্রেফ টাকার জন্য বিয়ে করেছিলেন। কারিশমা থামেননি। জানিয়েছিলেন, তিনি তখন অন্তঃসত্ত্বা। শাশুড়ির আনা এক পোশাক তার গায়ে কিছুতেই ফিট হচ্ছিল না। সে সময় স্বামী সঞ্জয়কে  শাশুড়ি তার গায়ে হাত তুলতে বলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!