• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

দুর্গন্ধ ছড়াচ্ছিল, হোটেলকক্ষ থেকে অভিনেতার মরদেহ উদ্ধার


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৩৫ এএম
দুর্গন্ধ ছড়াচ্ছিল, হোটেলকক্ষ থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

ঢাকা: শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে অভিনেতার। হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় মালায়ালম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ। কয়েকদিন ধরে অভিনেতাকে রুম থেকে বেরোতে না দেখে হোটেলের কর্মীদের সন্দেহ হয়। তবে পচা গন্ধ না বের না হওয়া পর্যন্ত বিষয়টি কেউ খতিয়ে দেখার চেষ্টাও করেননি। অবশেষে দুদিন পর হোটেলের কক্ষ থেকেই উদ্ধার হয়েছে এ অভিনেতার মরদেহ।

দিলীপ শঙ্কর মালায়ালাম টেলিভিশন অঙ্গনে বেশ পরিচিত মুখ। জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন এ অভিনেতা। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুদিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ।

আবারও সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান। কিন্তু দুদিন পরে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এদিকে দিলীপ শঙ্করের সহ-অভিনেতারা জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর সঠিক ঘটনা জানতে তদন্তে নেমেছে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের কক্ষ থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা দ্রুত দরজা ভেঙে অভিনেতার মরদেহ উদ্ধার করে।

দিলীপ শঙ্কর ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনির’ মতো অসংখ্য জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন। এদিকে অভিনেতার মৃত্যুর সংবাদে দক্ষিণী টেলিভিশন অঙ্গনে এবং অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইউআর

Wordbridge School
Link copied!