• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

রাহাত ফতেহ আলীর কনসার্ট থেকে কত আয়, জানাল স্পিরিটস অব জুলাই


বিনোদন ডেস্ক: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:৩৩ পিএম
রাহাত ফতেহ আলীর কনসার্ট থেকে কত আয়, জানাল স্পিরিটস অব জুলাই

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী ‘ইকোস অব রেভল্যুশন’ নামে একটি কনসার্ট আয়োজন করেন। গত ২১ ডিসেম্বর সে কনসার্টে বিনামূল্যে পারফর্ম করেন পাকিস্তানের তারকা সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের আয়োজনে এই কনসার্ট থেকে আয়কৃত ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ দান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়।

অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।

এ পরিষদে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির।

স্পিরিটস অব জুলাই কর্তৃক আয়োজিত কনসার্টটির যাবতীয় আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিতে অডিট রিপোর্ট প্রস্তুতের জন্য অডিট কোম্পানী ‘হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং’ এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!