ঢাকা: দেশের শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী বারিশা হক। অভিনয় ছাড়াও মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের সঙ্গেও যুক্ত থাকেন তিনি। কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় এসেছেন। তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা।
একটা সময় অনেকটাই স্লিম ফিগারে ছিলেন বারিশা হক। এক পর্যায়ে তার স্বাস্থ্য বেড়ে গেলে তা নিয়ে শুরু হয় নানান চর্চা। যদিও পেশাগত বিবেচনা থেকে নিজের রূপ-লাবণ্যকে পুঁজি করেছেন বারিশা। তাই তো মুটিয়ে গেলেও চেহারা ধরে রাখতে নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করেছেন। আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে বোটক্সের মত প্ল্যাস্টিক সার্জারিও করিয়েছেন।
কিন্তু এতেও চর্চা থামেনি। সামাজিক মাধ্যমে বারিশা হককে চোখে পড়লেই নানা মন্তব্য ছুঁড়তে থাকেন নেটিজেনরা। তারা থেমে থাকেন না বারিশা হকের স্থূলতা নিয়ে। বরাবরের মতো এই মডেলকে নিয়ে একই আলোচনায় আটকে থাকেন তারা।
বিষয়টি নিয়ে এতদিন বেশ উদ্বেগের মাঝেই ছিলেন বারিশা হক। শুধু তাই নয়, অভিনেত্রীর মনে বাঁধতে থাকে নানান আক্ষেপও! তা অবশ্য অনুমান করা গেল অভিনেত্রীর সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে। বারিশা হক সেই পোস্টের মাধ্যমে বোঝাতে চাইলেন, বাইরের দেশের তারকারা মুটিয়ে গেলেও প্রশংসায় ভাসে; আর আমরা বাঙালি বলেই গালি খাই!
সেই পোস্টে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার কিছু ছবি ভাগ করে নেন বারিশা। সেখানে এই মডেল লেখেন, ‘তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়।’
আক্ষেপ জানিয়ে বারিশা আরও লেখেন, ‘তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই। কারণ আমরা অকর্ম, আমরা সকল গালাগালি পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে।’
২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শোবিজ অঙ্গনে শুরু হয় তার যাত্রা। অল্পদিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। যদিওবা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ত বারিশা হক।
ইউআর