• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

গায়ক উদিত নারায়ণের বাস ভবনে ভয়াবহ আগুন


বিনোদন ডেস্ক জানুয়ারি ৭, ২০২৫, ০৭:২৩ পিএম
গায়ক উদিত নারায়ণের বাস ভবনে ভয়াবহ আগুন

ঢাকা : বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বহুতল বাস ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সোমবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মুম্বাইয়ে জাতীয় পুরস্কারজয়ী গায়ক উদিত নারায়ণের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্রের খবর, স্কাইপ্যান অ্যাপার্টমেন্টের ১১ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর গায়ক উদিত নারায়ণ থাকেন, ওই বহুতলের ৯তলায়। জানা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গায়কের এক প্রতিবেশীর প্রাণহানিও হয়েছে। মৃতের নাম রাহুল মিশ্র। ওই বহুতলের ১১ তলাতেই থাকতেন তিনি। তবে গায়ক ও তার পরিবার সুরক্ষিত বলেই জানা যাচ্ছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে অ্যাপার্টমেন্টটি ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সংবাদমাধ্যমে জানান, ১১ তলায় একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেখান থেকেই পর্দায় আগুন ধরে যায়। তৎক্ষণাৎ বাড়ির গৃহকর্মী ছুটে গিয়ে নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানান, তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে ওই বহুতলের ১১ তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তবে এই ঘটনায় এখনও সংগীতশিল্পী উদিত নারায়ণের তরফে কোনো বিবৃতি মেলেনি।

এমটিআই

Wordbridge School
Link copied!