• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

চতুর্থ সংসারও ভাঙল জেনিফার লোপেজের


বিনোদন ডেস্ক জানুয়ারি ৮, ২০২৫, ১১:৪৫ এএম
চতুর্থ সংসারও ভাঙল জেনিফার লোপেজের

ঢাকা: হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ হতে যাচ্ছে, এমনটা গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। অবশেষে তা সত্যি হলো; ভেঙেই গেল এই তারকা জুটির সংসার। জানা গেছে, গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। পরে আদালত সে আবেদন গ্রহণ করে; ফলে চূড়ান্ত হয়ে যায় তাদের বিচ্ছেদ।

বিভিন্ন মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত ১৬ মে সকালে সেই বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।

এরপর গত ২০ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন। কোর্ট থেকে প্রাপ্ত জেনিফারের বিবাহবিচ্ছেদের কাগজপত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিন।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

ইউআর

Wordbridge School
Link copied!