• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

তাহসান বিয়ে করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে,তাহলে সমস্যা কোথায়?


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ৯, ২০২৫, ১১:২৬ এএম
তাহসান বিয়ে করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে,তাহলে সমস্যা কোথায়?

ঢাকা: জীবনের নতুন পথচলা শুরুর পরও বিতর্ক পিছু ছাড়ছে না দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের খানের। চলতি সপ্তাহের শুরুতেই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। 

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেতার স্ত্রীকে নিয়ে নানা বিতর্কের শুরু হয়েছে। যার শুরুটা রোজার প্রাক্তন বলে দাবি করা এক যুবককে নিয়ে। এরপর অনেকেই তাহসানের স্ত্রীর অতীত ও পারিবারিক প্রসঙ্গ টেনে সামনে এনেছেন। 

বিষয়গুলো নিয়ে এবার ফেসসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। যেখানে তিনি তুলে ধরেছেন, তাহসানের বিয়ে নিয়ে সমস্যাটা আসলে কোথায়। 

তাহসান ও রোজার বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে চয়নিকা লিখেছেন, কয়দিন যাবত মন খারাপ। অনেক প্রিয় মানুষ চলে যাচ্ছে, পাশাপাশি ফেসবুকে কিছু কার্যকলাপ দেখে খুবই বিরক্ত মানে মহাবিরক্ত।

এরপর তারকা দম্পতির বিয়ের প্রসঙ্গ টেনে এই নির্মাতা লেখেন, তাহসান খান বিয়ে করেছেন। এটা তার ভক্ত হিসেবে আমার কাছে, আমাদের কাছে খুবই আনন্দের খবর। যাকে বিয়ে করেছেন রোজা আহমেদ তিনিও তার কাজ দিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে নিউইয়র্কে সুপ্রতিষ্ঠিত।

তাহসানের বিয়ে নিয়ে কোথায় সমস্যা হচ্ছে সেটা উল্লেখ করে চয়নিকা লেখেন, তাহসান তার গান, অভিনয়, ব্যক্ত্বিত্ব সব মিলিয়ে দারুণ একজন জেন্টেলম্যান। বিয়েও করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এটাই, সবকিছু ভালো হলেই আমাদের যত সমস্যা। খুঁজে খুঁজে নেগেটিভ কিছু আমাদের বের করতেই  হবে। এটাই আমাদের কিছু মানুষের উদ্দেশ্য। মানুষকে প্রকাশ্যে ছোট করা তাদের স্বভাব। 

তাহসানকে দেশের সম্পদ উল্লেখ করে চয়নিকা লিখেছেন, একজন শিল্পী তাহসান আমাদের সবার, আমার দেশের সম্পদ। তার কাজের আমরা ফ্যান। একজন ব্যাক্তি তাহসানের অনেক কিছুই পারসোনাল। আমরা আসলে অনেকেই ভদ্রতাবোধ ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি, আমরা কোন প্রশ্ন করবো, কোন প্রশ্ন করবো না। পজিটিভ ভাবনা, ভালো ভালো ভাবনা ভাবতে কী সমস্যা জানিনা। 

সবশেষে তিনি লেখেন, জানিনা এইসব অপ্রয়োজনীয় প্রশ্ন করে, এইসব ভাইরাল ইন্টারভিউ করে লাভ কী? আর কি কোন খবর নেই নিউজ করার মতো? হাস্যকর ভাবনা। কারণ, যার ইন্টারভিউ করার জন্যে মরিয়া তার পরিচয় হচ্ছে ‘প্রাক্তন’ আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে ব্যাস্ত। আজাইরা সব। যাই হোক অভিনন্দন তাহসান আর রোজাকে। সামনের পথ সুন্দর হোক। গানে গানে ভরে উঠুক আপনার চারপাশ। রোজাকে নিয়ে অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা-সম্মান আর ভালোবাসায় কেটে যাক জীবন। শুভ কামনা।

Wordbridge School
Link copied!