• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

আবারো দুই সপ্তাহের জন্য মুম্বাই উড়াল দিচ্ছেন শাকিব খান


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ৯, ২০২৫, ১২:০২ পিএম
আবারো দুই সপ্তাহের জন্য মুম্বাই উড়াল দিচ্ছেন শাকিব খান

ঢাকা: শাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা ছবি ‘বরবাদ’ এর বেশীরভাগ শুটিং সম্পন্ন করেছেন। বাকি অংশের শুটিং করতে আবারও মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই সুপারস্টার।

এ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ১০/১১ তারিখ শাকিব খান ‘বরবাদ’ শেষ করতে মুম্বাইয়ে যাচ্ছে। সেখানে দুসপ্তাহে তিনি বাকি অংশের শুটিং শেষ করবেন।

হৃদয় বলেন, ইতোমধ্যে ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আমাদের দর্শকরা যেসব সিনেমার রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ-আলোচনা করেন ‘বরবাদ’ অনেকটা তেমন সিনেমা হতে যাচ্ছে। শাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে কনফিডেন্ট। আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।

গেল ডিসেম্বরে ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের লুক পোস্টার রিভিল হয়। তখন শাকিব নিজেও বলেছিলেন, বরবাদ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। বরবাদও তেমন ছবি।

শাকিবের প্রকাশিত সেই লুকও তেমন আভাসই দিয়েছিলো। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আছেন যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের সুপরিচিতি অনেক শিল্পী।

পরিচালক জানান, শুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে। শিগগির বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

ইউআর

Wordbridge School
Link copied!