• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয়কালে যে অস্বস্তিতে পড়েন রণবীর


বিনোদন ডেস্ক জানুয়ারি ১২, ২০২৫, ১২:২৫ পিএম
ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয়কালে যে অস্বস্তিতে পড়েন রণবীর

ঢাকা: রণবীর কাপুর বলিউডের অন্যতম হ্যান্ডসম স্টার। তিনি ক্যাটরিনা ও দীপিকার মতো নায়িকার মনে জায়গা করে নিয়েছিলেন। কখনো সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন, কখনো আবার বিচ্ছেদের কারণে কটাক্ষের শিকার হয়েছিলেন। 

বর্তমানে রণবীর বিবাহিত। আলিয়া ভাট তার প্রিয়তমা। তবে রণবীর কাপুর অভিনয়ের ক্ষেত্রে সব বিষয়ই ভীষণ স্বাচ্ছন্দ বোধ করেন। একটা সময় খুব একটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যেত না অভিনেতাকে। তবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ কিংবা ‘অ্যানিম্যাল’ ছবিতে ছক ভেঙে সকলের নজর কেড়েছেন তিনি।

তাই বলে বিপরীতে ঐশ্বরিয়া। তার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা? সব মিলিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন রণবীর। যাকে মূলত লেডিস ম্যান বলা হয়, সেই রণবীর কাপুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রীতিমত ভয় পাচ্ছেন? এও সম্ভব? রণবীর কাপুর নিজেই এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, বিপরীতে ঐশ্বরিয়া শোনা মাত্রই কাল ঘাম ছুটে গিয়েছিল তার।

ঐশ্বরিয়াকে ছোঁয়ার আগে রীতিমত ঘাবড়ে যেতেন তিনি। নিজেই একবার কপিল শর্মার সঙ্গে সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার রূপের প্রসংশা করে জানিয়েছিলেন, ঐশ্বরিয়া যখন গোসল করেন, তখন পানিই গোসল হয়ে যায়। পর্দায় এই জুটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্ত পর্দায় ভক্তদের মন ছুঁয়েছিল। যদিও ঐশ্বরিয়ার পরিবার বিষয়টা মোটেও ভালো চোখে দেখেনি।

ইউআর

Wordbridge School
Link copied!