• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৫, ১০:৩৯ এএম
নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি

ঢাকা : গভীর রাতে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করেছে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতিকারী। বর্তমানে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বিপদমুক্ত রয়েছেন বলেই জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাত ২টা ৩০ মিনিটে সাইফের বান্দ্রার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সেসময় অভিনেতা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত আড়াইটা নাগাদ সাইফের বাড়িতে প্রবেশ করে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী। ওই দুষ্কৃতিকারীর ধারালো অস্ত্রে আহত হন অভিনেতা। পরে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। যদিও এ ঘটনা আসল কারণ কী তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এমটিআই

Wordbridge School
Link copied!