ঢাকা: মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন বাংলার নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান। এ আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর দুই শিশুসন্তান— আট বছরের তৈমুর ও চার বছরের জেহ। বুধবার (১৫ জানুয়ারি) রাতে সেই বাড়িতেই ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হন এ বাংলার নবাব।
তবে ঘটনার সময় অভিনেত্রী কারিনা বাড়িতে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। কারণ এ ঘটনার কিছুক্ষণ আগেই বোন কারিশমা কাপুর এবং দুই বন্ধু সোনম কাপুর, রিয়া কাপুরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন কারিনা।
বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলি খান। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। তবে সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।
এদিকে সাইফের সঙ্গে বলি বাদশাহ শাহরুখ খানের অনেক দিনের বন্ধুত্ব। ‘কাল হো না হো’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তারপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। কারিনা কাপুর খানের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন বলি বাদশাহ। তাই বন্ধুর বিপদের খবর শুনেই ছুটে গেলেন হাসপাতালে। লীলাবতী হাসপাতালের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল শাহরুখের গাড়ি। যদিও ক্যামেরার সামনে আসেননি কিং খান।
সাইফের ওপর হামলার খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগে গোটা বি-টাউন। ভক্ত-অনুরাগীরাও এ খবরে আঁতকে উঠেছেন। সাইফের মতো তারকার বাড়িতে কীভাবে দুষ্কৃতরা ঢুকে পড়ে হামলা চালাতে পারে, সেই নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। এ ঘটনায় সাইফ আহত হলেও তার পরিবারের অন্য সদস্যরা ঠিক আছেন বলে জানানো হয়েছে কারিনার টিমের তরফ থেকে।
এদিকে ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী ঢুকে পড়ার পর তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ আলি খান। সেই সময় অভিনেতাকে ছুরি দিয়ে কয়েকটি আঘাত করা হয়। পরিবারের কয়েকজন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
এ বিষয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম গণমাধ্যমকে বলেন, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাড়িতে দুষ্কৃতকারী ঢোকার পরেই দায়িত্বে থাকা গার্ডরা চিৎকার শুরু করেন। সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই দুষ্কৃতকারীর সঙ্গে তর্কাতর্কি হয় তার। এরপরই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে বসে ওই দুর্বৃত্ত। এতে গুরুতরভাবে জখম হন তিনি। পরে পরিবারের অন্য সদস্যরা সাইফকে হাসপাতালে নিয়ে যান।
আইএ