Menu
ঢাকা: দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার অভিনয়ের প্রশংসা শোনা যায় এপার-ওপার দুই বাংলার মানুষের কণ্ঠেই। জয়া যে কেবল অভিনয়ের জন্যই প্রশংসিত, তেমনটাও কিন্তু নয়। রূপে-গুনে সবসময়ই দুত্যি ছড়ান তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে মেলে ধরেছেন ভক্তদের কাছে।
সম্প্রতি নীল শাড়িতে আরও একবার মোহময়ী রূপে ধরা দিলেন জয়া। সোমবার ফেসবুকে শাড়ি পরিহিত অবস্থায় বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।
যেখানে নীল শাড়ির সঙ্গে কালো টিপে মুগ্ধতা ছড়িয়েছেন জয়া। তার সেই ছবি দেখে ভক্তরাও প্রশংসায় মেতেছেন। কেউ লিখেছেন, অপূর্ব সুন্দর। কারো মন্তব্য, আপনি আমাদের প্রিয় অভিনেত্রী, আপনাকে ভালোবাসি। সবসময় এমনই থাকবেন।
এদিকে সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’ শিরোনামে মুক্তি পেয়েছে জয়ার নতুন মিউজিক্যাল ফিল্ম। এর আগে গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন জয়া।
সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT