• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০
পপির উদ্দেশে ওমর সানী

আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:৫৪ পিএম
আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির বিরুদ্ধে সম্প্রতি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।

জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

অনেক দিন ধরে আড়ালে ছিলেন পপি। আড়াল থেকেই মুখ খুলেছিলেন। এবার এলেন ক্যামেরার সামনে। দীর্ঘ ৩ বছর পর সামনে এসে পপি বললেন, দেহটা ছাড়া কিছুই আমার ছিল না।   

পরিবারের বিরুদ্ধে অবশ্য এ তারকাও অভিযোগ জানিয়ে ভিডিও প্রকাশও করেছেন। হঠাৎ আলোচনায় উঠে আসার পরই তাকে নিয়ে কথা বলা শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

নায়িকা পপির ঢালিউডে অভিষেক হয়েছিল ‘কুলি’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক ওমর সানী। এবার এই সহকর্মীকে নিয়ে কথা বলেছেন এ অভিনেতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পপির একটি ছবি পোস্ট করেন ওমর সানী। তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, তোর প্রতি অনেক শ্রদ্ধা-সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা। কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি। আল্লাহ তোকে ভালো রাখুক।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

এম

Wordbridge School
Link copied!