• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোহার বাড়িতেও ডাকাতের হানা, কে বাঁচায় অভিনেত্রীকে?


বিনোদন ডেস্ক: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১২:৩০ পিএম
সোহার বাড়িতেও ডাকাতের হানা, কে বাঁচায় অভিনেত্রীকে?

ঢাকা: বাড়িতে হানা দেওয়া ডাকাতকে আটকাতে গিয়ে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হন বলিউড অভিনেতা সাইফ আলি খান।যে ঘটনা এখন সংবাদের শিরোনামে। কিন্তু জানলে অবাক হবেন, এ ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সাইফের বোন সোহাও!

সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী।

যদিও ঘটনাটি অনেক আগের। ২০১১ সালে সেই ঘটনার মুখোমুখি হয়েছিলেন সোহা আলী খান। মুম্বাইয়ের খারে সোহার অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছিল। 

সেদিন ছিল অভিনেতা কুণাল খেমু এবং সোহার অভিনীত সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তারা। তারপর সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরেন দুজন। এর পর ডিনার করতে বসেন এই দম্পতি। 

সেই সময় হঠাৎ করে তাদের ব্যালকনি থেকে নানা রকমের শব্দ আসতে থাকে। কোথা থেকে সেই শব্দ আসছে, তা দেখার জন্য ব্যালকনির দিকে যান কুণাল। আর সেখানে গিয়েই অভিনেতা দেখতে পান, এক ব্যক্তি তাদের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছে। 

এ সময় কুণালকে দেখতে পেয়েই এক তলার বারান্দায় পালানোর চেষ্টা করে অনুপ্রবেশকারী। কিন্তু তাড়াহুড়া করার কারণে পায়ের ব্যালেন্স ধরে রাখতে না পেরে পড়ে যান তিনি। তা দেখে কুণাল দ্রুত নিচে ছুটে যান এবং পালানোর আগেই তাকে ধরে ফেলেন। 

তারপর তদন্ত শুরু হলে জানা যায়, অনুপ্রবেশকারী ওই ব্যক্তির একটি দীর্ঘ অপরাধমূলক ইতিহাস রয়েছে। এর আগেও বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি করেছে সে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

আইএ

Wordbridge School
Link copied!