Menu
ঢাকা: স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবুও থেমে নেই তিনি। এই কঠিন সময়ে অদম্য মনের জোরে নিজের স্বাভাবিক কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ধর্মচর্চাও। তারই অংশ হিসেবে নিয়ম মেনে রোজা পালনের সঙ্গে এবার ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় গেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ওমরাহ পালনের কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে সবুজ আবায়া ও মাথায় হিজাব পরা অবস্থায় দেখা গেছে।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি এখানে (মক্কা) আসতে পেরে অভিভূত এবং বাকরুদ্ধ। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।
অভিনেত্রীর ওই পোস্টে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, আল্লাহ আপনার সব বিপদ এবং রোগ থেকে মুক্তি প্রদান করুন।
আরেকজন লিখেছেন, আপনার ইবাদত কবুল হোক এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।
প্রসঙ্গত, গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে হিনার। বর্তমানে তিনি তৃতীয় ধাপে রয়েছেন। নিরাময় পেতে চলছে কেমোথেরাপি।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT