Menu
ঢাকা: ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমার অপেক্ষায় থাকেন ভক্তরা। এবারের ইদে তার ‘বরবাদ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বলেই শোনা যাচ্ছিল। কিন্তু ঈদ কাছাকাছি এলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি ‘বরবাদ’।
ঢালিউডে জোর গুঞ্জন, একাধিক জটিলতায় থমকে আছে ঈদের সবচেয়ে আলোচিত এই সিনেমা। সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে সিনেমাটিকে।
ঈদে বরবাদ’র মুক্তি ঘিরে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন আলোচনায় এসেছে শাকিব খানের চার বছর আগে শুটিং হওয়া সিনেমা ‘অন্তরাত্মা’। ২০২১ সালে শুটিং সম্পন্ন হওয়া ‘অন্তরাত্মা’ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে।
সোমবার (২৪ মার্চ) বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। এরপর কোনো অবজারভেশন থাকলে সেটি শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে সামনে রেখেই ‘অন্তরাত্মা’ মুক্তি প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্টরা এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি।
‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও দর্শনা বণিক।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT