Menu
ঢাকা : হৃতিক রোশন, তার অভিনয় নৈপুণ্যের কথা বিশদভাবে বলার প্রয়োজন নেই। সেইসাথে বলিউডের অন্যতম দক্ষ নাচিয়ে অভিনেতাও তিনি। এবার তার নামের পাশে যুক্ত হচ্ছে আরেক বিশেষণ। প্রথমবারের মতো পরিচালনায় হৃতিক। সেটাও আবার ‘কৃশ’ ফ্যাঞ্চাইজির সিনেমা দিয়ে। ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’ ফিরে আসছে আবারও। প্রযোজক হিসেবে রাকেশ রোশনের সঙ্গে যুক্ত হয়েছেন আদিত্য চোপড়া। তারা যৌথভাবে প্রযোজনা করবেন ‘কৃশ ৪’।
এসব খবর ছাপিয়ে যে খবর নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে হইচই, সেটি হলো এটি পরিচালনা করবেন স্বয়ং হৃতিক রোশন। ‘কৃশ ৪’ সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এছাড়া অভিনয়ে তো থাকছেনই।
২০০৩ সালে ‘কোই মিল গ্যায়া’ দিয়ে শুরু হয় ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। এরপর ‘কৃষ’ ও ‘কৃষ ৩’।
এবার আসতে চলেছে ‘কৃশ ৪’। এরইমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে, প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।
নির্মাণের বিষয়টি নিশ্চিত করে রাকেশ রোশন বলেন, “আমার ছেলে হৃতিক রোশনের হাতে আমি ‘কৃষ ৪’-এর পরিচালনার দায়িত্ব তুলে দিচ্ছি। সে আমার সাথে এই ফ্র্যাঞ্চাইজিটি শুরু হওয়ার পর থেকেই বেঁচে আছে, নিঃশ্বাস ফেলেছে এবং স্বপ্ন দেখেছে। পরবর্তীতে দর্শকদের সঙ্গে ‘কৃশ’-এর যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হৃত্বিকের স্পষ্ট এবং অত্যন্ত সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। এমন একটি সিনেমার পরিচালকের ভূমিকায় তাকে দেখতে পাওয়ার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না।”
রাকেশ রোশন আরও রোমাঞ্চিত এ কারণে যে, আদিত্য চোপড়া ‘কৃশ ৪’-এর প্রযোজক হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
বলা দরকার, ‘কৃশ ৪’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালের প্রথম দিকে। ‘কৃষ ৪’ কে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আকাঙ্খিত সিনেমা হিসেবে এরইমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এই সিনেমার লক্ষ্য শুধু ভারতীয় দর্শক নয়, বরং বিশ্বজুড়ে ভারতকে প্রতিনিধিত্ব করা।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT