• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

চলচ্চিত্র ছাড়বো এটা আমার চয়েস: বর্ষা


বিনোদন প্রতিবেদক মার্চ ২৯, ২০২৫, ০৫:২৫ পিএম
চলচ্চিত্র ছাড়বো এটা আমার চয়েস: বর্ষা

ঢাকা : সম্প্রতি চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেছিলেন, সন্তানেরা বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে। এই বক্তব্যের প্রতি উত্তরে তারকাদের অনেকেই বর্ষাকে একের পর এক প্রশ্ন করেছেন। এবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানালেন, তিনি যা বলেছেন এটা তার চয়েস। কিন্তু তিনি কীভাবে কথাটি বলবেন, সেই বিষয়ে আগে থেকে কোনো প্ল্যান ছিল না। 

বর্ষা বলেন, ‘‘আমি সেদিন কথা বলার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। সুতরাং আমি যে সাজিয়ে গুছিয়ে কিছু বলবো এরকম কোনো প্ল্যান ছিল না। আপনারা দেখেছেন যে, আমার হাসবেন্ড আমাকে ডাকছিলো, ‘প্লিজ একটু আসো’। সবকিছু আসলে সোশ্যাল মিডিয়ায় বলতে নেই। আমি কিন্তু বদনজর খুব বিশ্বাস করি। আমার কাছে মনে হয়েছে, আমার হাসবেন্ড সেদিন বাস্তবে যা, তাই ক্যামেরার সামনে দেখাইতে গেছে তো, এই জন্যই মনে হয় কিছু কিছু জায়গায় বদনজর লেগে গেছে।’ 

বর্ষা আরও বলেন, ‘‘দেখেন, কত সুন্দর একটা প্ল্যান, কত সুন্দর একটা ডিসিশন; চলচ্চিত্র ছাড়বো এটা আমার চয়েস। আমিতো কাউকে ডিস রেসপেক্ট করিনি। কাউকে মিন করে কিছু বলিনি। এখনও বলছি না।’’

ছোট পর্দার গুণী অভিনেত্রী দীপা খন্দকার বর্ষাকে উদ্দেশ্য করে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখে, এটা হবে গর্বের মুহূর্ত।’ 

দীপা খন্দকারের উদ্দেশ্যে বর্ষা বলেন, ‘‘আপু আমিতো আসলে গর্ববোধ করবে, বা কি ভাববে; ওইটা মাথায় রেখে কিছু বলিনি। আমি চলচ্চিত্রে যেভাবে অভিনয় করি, তেমনি কিন্তু বিজনেসও করি। তো কাজ করা কিন্তু থেমে থাকবে না। আমি বিজনেস করবো। শুধু চলচ্চিত্র থেকে বের হয়ে আসবো।’

এমটিআই

Wordbridge School
Link copied!