• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

বিয়ের পর সোনাক্ষী-জাহিরের প্রথম ঈদ


বিনোদন ডেস্ক মার্চ ৩১, ২০২৫, ১০:১০ পিএম
বিয়ের পর সোনাক্ষী-জাহিরের প্রথম ঈদ

ঢাকা : বিয়ের পর প্রথম ঈদ। স্বামী, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ‘শত্রুঘ্ন কন্যা’ সোনাক্ষীর কেমন কাটছে আজকের দিন, সংবাদ মাধ্যমের সামনে জানালেন ‘দাবাং গার্ল।’ সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবাল বললেন, ‘আমরা একে অপরের ধর্মকে সম্মান করি।’

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, বিয়ের আগে সোনাক্ষী ও জাহিরে সাত বছরের সম্পর্ক ছিল। শোনা যায়, ভিন্নধর্মে বিয়ের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল পরিবারে। বিয়ের সময় বিতর্কও তৈরি হয়েছিল। তবে বিয়েতে কোনো ধর্মীয় আচার ছিল না। আইনি মতে বিয়ে করেন তারা। সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না।

তবে পরস্পরের ধর্মকে সম্মান জানান তারা। তাই একই সঙ্গে ‘গুড়ি পাড়ওয়া’ ও ‘ঈদ’ পালন করলেন যুগল। ঈদ উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী ও জাহির। সোনাক্ষীর পরনে ছিল কালো রঙের কুর্তা ও পাজামা। তার সঙ্গে মানানসই গয়না ও জুতা। অন্য দিকে, জাহির পরেছিলেন সাদা কুর্তা ও কালো প্যান্ট। এ বেশেই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন তারা। ছবিশিকারিদের একই সঙ্গে ঈদ ও গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান তারা।

কিছু দিন আগেই দাম্পত্য নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সোনাক্ষী। প্রশ্ন করা হয়েছিল, বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে কী কী পার্থক্য অনুভব করছেন? অভিনেত্রী জানান, বাড়ির একমাত্র কন্যা হিসেবে অনেক আদর পেয়েছেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে তার চেয়েও বেশি ভালোবাসা ও আদর পান এখন। মনে হয়, ছোট থেকেই শ্বশুরবাড়িতে ছিলেন। তাই তার কথায়, এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুশি।

গত বছরের জুনে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। বাড়িতেই আইনি মতে বিয়ে সেরেছিলেন তারা। কিন্তু প্রীতিভোজে ছিল এলাহি আয়োজন। উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা।

এমটিআই

Wordbridge School
Link copied!