Menu
ঢাকা : ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সবমিলিয়ে সারাদেশে বরবাদের ৫০০ এর বেশি শো চলছে। যা নিয়ে ইতোমধ্যে শাকিব ভক্ত থেকে শুরু করে দর্শকমহলে চলেছে উচ্ছ্বাস প্রকাশ।
প্রেক্ষাগৃহগুলোর বাইরে সিনেমাপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা তাদের মতামত তুলে ধরেছেন। তারা বলছেন ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে।
একজন নেটিজেন ‘বরবাদ’ নিয়ে এক পোস্টে লিখেছেন, ‘শাকিব খানকে কেউ ছোট করে কথা বললে সে একটা তেলাপোকা! শাকিব খান বাজপাখি। বরবাদ সিনেমার হল রি-অ্যাকশন দেখে কান্না চলে আসছে গর্বে। সাধারণ জনগণ বাংলা সিনেমা নিয়ে এতো উচ্ছ্বসিত।’
আহমেদ শুভ নামে আরেকজন লিখেছেন, ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে, এবার সব রেকর্ড ভেঙে যাবে।’
বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT