Menu
ঢাকা: অশ্লীল নৃত্য ও মাদকের অবাধ আসর বসানোর অভিযোগ এনে গাজীপুরের কাপাসিয়ায় মঞ্চনাটক ‘আপন-দুলাল’ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় মুসল্লিদের বিরুদ্ধে। এ নিয়ে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রচারিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে এরপরই বেরিয়ে আসে প্রকৃত সত্য। খোদ বিভাগীয় উপদেষ্টা জানান, প্রকাশিত খবর সত্য নয়। বরং নাটক বন্ধের কারণ অন্য। সেই সঙ্গে তিনি জানান, নাটকটি শনিবার মঞ্চস্থ হবে।
সেই ঘোষণা অনুযায়ী আজ শনিবার (৫ এপ্রিল) নাটকটি মঞ্চস্থ হয়েছে বলে জানা গেছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
নাটকটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে স্থানীয় মুসল্লিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা সত্যি নয় বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। প্রাথমিকভাবে নাটকটি বন্ধ হওয়ার জন্য স্থানীয় পর্যায়ের সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এনেছেন ফারুকী। তাই এ ব্যাপারে সাংবাদিকদের কাছে সঠিক খবর তুলে ধরার অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে আহ্বান জানিয়েছেন দেশকে সহযোগিতা করার।
ফারুকী তার পোস্টে লিখেছেন, কালকে থেকে অনেক লেখালেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে। মুসল্লি, ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো। বলা হলো আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে। ডেকোরেটরের লোকজন এসে স্টেজ খুলে নেয়ার কথা বলা হলো। অথচ কালকে রাতে আয়োজকরাই বললেন, ঐ স্টেজ বানানোই হয়নি। এবং তারা পরিষ্কার বলেছেন, স্থানীয় সিনিয়র-জুনিয়রের বিরোধে এটা ঘটেছিলো। কোনো মুসল্লি হুমকি দেয়ার প্রশ্নই আসে না। আজীবন নাটক নিষিদ্ধ তো দুর কি বাত। ইমাম স্পষ্ট বললেন, তিনি এরকম কোনো কথাই বলেন নাই। বরং তিনি সমাজের বিভিন্ন অংশের সহবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ।’
এই অবস্থায় সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে ফারুকী লিখেন, ‘সাংবাদিক ভাই-বোনদের প্রতি অনুরোধ সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না। আপনাদের সহযোগিতা দেশের দরকার। আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যও এটা দরকার।’
সবশেষ আজ নাটকটি মঞ্চস্থ হচ্ছে জানিয়ে ফারুকী লিখেন, ‘যাই হোক, স্থানীয় জনগণ, পলিটিক্যাল স্টেকহোল্ডারস, ইএনও, পুলিশ এবং সবার সহযোহিতায় দ্রুততার সঙ্গে এটা সমাধান হলো। আজকে নাটকটা অভিনীত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ, ছুটি ভুলে কাজ করার জন্য।’
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT