Menu
ঢাকা: ঢাকাই সিনেমার পরিচিত মুখ অপু বিশ্বাস পরকীয়া ইস্যুতে ক্ষেপেছেন। কখনো সুপার পাওয়ার পেলে পরকীয়া চিরতরে বন্ধ করার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র্যাপিড ফায়ার সেগমেন্টে অংশ নেন অপু। সেখানে অভিনেত্রী জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান তিনি।
সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে এই নায়িকা বলেন, ‘পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’
অপু বিশ্বাস বরাবরই সামাজিক ব্যাধি পরকীয়ার বিরুদ্ধে উচ্চকণ্ঠ। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।’
পরকীয়ার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে উল্লেখ করে অপু বলেন, ‘আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, মেসেজে, যোগাযোগে সামাজিক মাধ্যমের বিপদজনক ব্যবহারও দেখছি।’
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT