• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও, এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়


বিনোদন ডেস্ক: এপ্রিল ৬, ২০২৫, ০৮:১৭ পিএম
আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও, এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়

ঢাকা: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর। যেনো লাশের সারি। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। 

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদকে। সামাজিকমাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেতা।

বছর দুয়েক আগে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ফিলিস্তিনকে সমর্থন করছেন বিশ্বের বড় বড় তারকারা। সিয়ামও ছিলেন সে দলে। সেসময় একটি অনলাইন শপিংয়ের ক্যাম্পেইনে অথিতি হিসেবে যোগ দিয়েছিলেন সিয়াম। তার পরনে ছিল সাদা রঙের একটি স্যুট। যার একপাশে ফিলিস্তিনের জাতীয় পতার রঙে এক উড়ন্ত পায়রার অ্যামব্রোডারি করা নকশা লক্ষ্য করা গিয়েছিল। তার মাঝে লেখা—ফ্রি ফিলিস্তিন।

ফের ওই স্যুটের ছবি প্রকাশ করেছেন সিয়াম লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? 

এরপর লেখেন, ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনও থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরকেই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে?

সিয়াম  আরও যোগ করেন, এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে আসলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই ওয়ার্ল্ড লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারব এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।

আইএ

Wordbridge School
Link copied!