Menu
ঢাকা: গাজা এবং রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। একইসঙ্গে গাজায় হত্যার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
এর আগে একদিন পিছিয়ে ১২ এপ্রিল সার্বজনীনভাবে কনসার্ট উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি।
সংগঠনটির সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এর আগে বলেন, গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার সারাদেশে তৌহিদী জনতা কর্মসূচি পালন করবে। ওই কর্মসূচিতে আমাদের সমর্থন রয়েছে।
প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একইদিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT