Menu
ঢাকা: দীর্ঘ ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে বর্বরতা হামলা চালিয়েছে যাচ্ছে ইসরাইল। নির্বিচারে নিরস্ত্র মানুষদের ওপর হামলা চালানো হচ্ছে গাজায়। দিনে দিনে বেড়ে চলছে লাশের সংখ্যা। আর আহতদের চিৎকারে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস।
গাজার এমন করুণ পরিস্থিতিতে কাঁদছে বিশ্ব মানবতা। একইসঙ্গে ইসরাইলের এমন বর্বরতার জন্য ধিক্কার জানাচ্ছেন সবাই। হৃদয় ছুঁয়ে যাচ্ছে প্রতিটি মানুষের। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসরাইলের চালানো এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। এ থেকে বাদ নেই দেশের শোবিজ তারকারাও।
ঢাকাই শোবিজ তারকারা সামাজি যোগাযোগমাধ্যমে ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছেন। তাদেরই একজন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি পূজা চেরি তার ফেসবুক ভেরিফায়েড পেজে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি পোস্ট করে ফিলিস্তিনিদের বর্তমান করুণ পরিস্থিতি তুলে ধরেছেন। আর ক্যাপশনে বিবেকের কাছে প্রশ্ন রেখে লিখেছেন- ‘এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু। যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই। এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।’
এদিকে গাজাবাসী নিয়ে এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা জয়া আহসানসহ আরও অনেকেই তাদের মন খারাপের কথা জানিয়েছেন।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT