Menu
ঢাকা: হিন্দি ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন চাহাত খান্না। কিন্তু তার ব্যক্তিগত জীবন খুব সুখকর ছিল না। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন। আবার হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়েও করেন, তা-ও টেকেনি।
অর্থাৎ দুটি বিয়েতেই অভিনেত্রীর কপালে জোটে বিচ্ছেদ। তবে এই মুহূর্তে দুই সন্তানের মা এই অভিনেত্রী। শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশিদিন টেকেনি।
খুব ছোট বয়সে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। চকোলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্তা করা হতো তাকে। তা-ও আবার এলাকার এক চাচার কাছে।
২০০২ সালে প্রদীপ সরকারের সঙ্গে ক্যাডবেরি সংস্থার একটি বিজ্ঞাপনে তিনি প্রথম কাজ করেছিলেন। তার প্রথম অভিনয় প্রকল্প ছিল ২০০২ সালে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক শচী বাত সবি জগ জানে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র প্রকল্প ছিল সাড়ে সাত ফেরে। একই বছর তিনি রোমাঞ্চধর্মী চলচ্চিত্র ‘দ্য ফিল্ম’-এ অভিনেত্রী হিসেবে কাজ করেন।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT