Menu
ঢাকা: বলিউডের বহুল চর্চিত প্রেমের সম্পর্ক ছিল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার। সম্পর্কের শুরু থেকেই কোনো লুকোছাপা করেননি তারা। অনেক গণমাধ্যমে এসেছিল, চলতি বছরই বিয়ে করছেন তামান্না ও বিজয়। তবে সম্প্রতি জানা গেছে, এই দুই তারকার সম্পর্ক ভেঙে গেছে। দুই বছর প্রেম করার পর আলাদা হয়ে গেছেন তারা।
যদিও বিজয় বা তামান্না কেউই বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নীরবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।
অবশেষে প্রকাশ্যে সেই ঘটনা। জুটি মুখ না খুললেও মুখ খুলেছেন ভারতের জাতীয় স্তরের এক জ্যোতিষী। তিনি নাকি অতি সম্প্রতি সংবাদমাধ্যমে নিজের বক্তব্য রেখেছেন। তার দাবি, ‘অর্থই অনর্থের মূল! এখনো বিজয়-তামান্না পরস্পরকে ভালবাসেন, কাছাকাছি থাকতে চান। বাদ সেধেছে অর্থকরী সংক্রান্ত বিষয়। উভয়ের মধ্যে একজনের উপার্জন বাড়ছে। অন্যজন পিছিয়ে পড়ছেন ক্রমশ। যা তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।’ সেই সঙ্গে যুক্ত তামান্নার দুর্ভাগ্যও। সময়টা ভাল যাচ্ছে না অভিনেত্রীর।
বিজয়-তামান্না যে এখনো পরস্পরের সান্নিধ্য পেতে চান তার প্রমাণ এ বছরের দোল উৎসব। তারা আলাদাভাবে রঙের উৎসবে নিজেদের রাঙিয়েছেন। একই বাড়িতে একই পরিবারের সদস্যদের সঙ্গে উদ্যাপনে মেতেছেন। রাবীনা টন্ডনের বাড়িতে তার মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন তারা। কিন্তু আলাদা আলাদাভাবে। সম্পর্কে তিক্ততা থাকলে একই বাড়িতে উভয়ে উপস্থিত থাকতেন না। বিচ্ছেদের পরেও বিজয়ের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT