• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

চীনে যেতে সন্ধ্যায় সুন্দরীদের ‘লড়াই’


বাবুল হৃদয় সেপ্টেম্বর ২৯, ২০১৭, ১০:৫০ এএম
চীনে যেতে সন্ধ্যায় সুন্দরীদের ‘লড়াই’

মিসওয়ার্ল্ড বাংলাদেশ সেরা দশ প্রতিযোগী

ঢাকা: চীনে যেতে শুরু হচ্ছে বসুন্ধরায় সুন্দরীদের ‘লড়াই’। শুক্রবার  (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত লড়াই অর্থাদ গ্র্যান্ড ফিনালে। এখান থেকে নির্বাচিত হতে যাচ্ছেন ‘লাভেলো মিসওয়ার্ল্ড বাংলাদেশ’।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি। ফাইনালের আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় তারকারা। অতিথি বিচারক হিসেবে ফাইনালের মঞ্চ মাতাবেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিত্বরা।

এদের মধ্যে রয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন আইকন বিবি রাসেল, ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা, মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অভিনেত্রী শম্পা রেজাসহ আরো অনেক চমক।

লড়াই করে টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী হচ্ছেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এখান থেকেই ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম। বিজয়ী  ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

মিসওয়ার্ল্ড বাংলাদেশ সেরা দশ প্রতিযোগী

আয়োজন প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সফলভাবে এ আয়োজনের সমাপ্তি এগিয়ে আসায় তৃপ্তি প্রকাশ করেন।পুরো বিষয়টি নিয়ে উচ্ছাস প্রকাশ করেন।

তারা জানান ‘অনেক সংশয়, দ্বিধা স্বত্তেও আমরা সফলভাবেই আমাদেও প্রথমবারের আয়োজন শেষ করতে পেরেছি। প্রথমবারের সাড়া আমরা অভ‚তপূর্ব সাড়া মিলেছে। এ আয়োজনটি কেবল দেশেই না বরং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তুলে ধরবে।’

আয়োজক সূত্রে জানা গেছে শীর্ষ বিজয়ী যেমন সেরা সুন্দরীদের বিশ্ব আসর মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, ঠিক তেমনি টপটেন প্রতিযোগীদের জন্যও থাকছে নানা আয়োজন। বিস্তারিত সব ঘোষণাই আসবে ফাইনালের মঞ্চ থেকে। এজন্য অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!