Menu
মডেল ফারিয়া শাহরিন
ঢাকা: ‘তুমি আমি জোনাকি’ শিরোনামের নতুন গানের মডেল হলেন ফারিয়া শাহরিন। গানটি ইউটিউবে অবমুক্ত করা হল রোবাবর (১৩ মে)। গানের সুর ও সঙ্গীত শিল্পী শানের। এ গানটির মাধ্যমে লায়নিক মাল্টিমিডিয়ার যাত্রা শুরু হয়। কেক কেটে এর শুভযাত্রা করেন আসিফ আকবর, ধ্রুব গুহসহ আগত অতিথিরা।
এসময় শিল্পী শান, নির্মাতা জীবন শাহাদাৎসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‘তুমি আমি জোনাকি’ গানের কথা লিখেছেন তানিয়া সুলতানা। এই গানটির মিউজিক ভিডিওতে ফারিয়ায় বিপরিতে মডেল হয়েছেন ইরফান সাজ্জাদ। চমৎকার এই গানটিতে দারুন রোমান্টিক জুটির চরিত্রে দেখা গেছে ফারিয়া শাহরিন ও ইরফান সাজ্জাদকে।
আত্নপ্রকাশ সন্ধ্যায় আসিফ আকবর, ধ্রুব গুহসহ উপস্থিত ছিলেন সংগীতশিল্পী লুৎফর হাসান, কিশোর পলাশ, রাফাত, রিংকু, মিলন, শাফায়েত, সংগীত পরিচালক জেকে, গীতিকার সোমেশ্বর অলি, শিশুসাহিত্যিক খালেদুর রহমান জুয়েল, অয়ন চাকলাদার, অভিনেতা আরিফ মাহবুব তমাল, চিত্রপরিচালক সৈকত নাসির, মডেল আদর, তনু, সেজুতিসহ আরো অনেকে।
গানটির ইউটিউব ভিডিও লিংক
সোনালীনিউজ/বিএইচ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT