• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০
নাকাব

সায়ন্তিকা-নুসরাতের প্রশংসায় ভাসছেন শাকিব খান


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০১৮, ০২:১৪ পিএম
সায়ন্তিকা-নুসরাতের প্রশংসায় ভাসছেন শাকিব খান

শাকিব খান-সায়ন্তিকা-নুসরাত

ঢাকা:  শাকিব খান দেশের গণ্ডি পেরিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন বিদেশেও। ওপার বাংলার জনপ্রিয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিচ্ছেন ব্লকবাস্টার সব ছবি। এবার একসঙ্গে দুই বাংলা মাতাবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে আছেন ওপার বাংলার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। তাদের অভিনীত  ছবির শিরোনাম ‘নাকাব’।

এর আগে কলকাতার শ্রাবন্তী, পায়েল ও শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধেন তিনি এবং সাড়া জাগান। শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন টলিউডের নায়িকারা। এবার নাকাব নিয়ে সায়ন্তিকা আর নুসরাতের প্রশংসার জোয়ারে ভাসছেন নবাব শাকিব। সায়ন্তিকা বলেন, ‘তিনি অসাধারণ একজন মানুষ এবং ভালো অভিনেতা। এ ছবিতে আমি শাকিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি।’ 

শাকিব খান-নুসরাত

ছবিটির  ট্রেইলার দেখে ভক্তদের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত এ নায়িকা বলেন, ‘খুব সাড়া পেয়েছি। এটা অসাধারণ অনুভূতি যে পরিশ্রমের ফল মিলেছে। ছবিটি সম্পর্কে শুধু এতটুকুই বলতে পারি, এ ছবিতে অনেক মজা আছে। আর শাকিবের মতো উঁচু মাপের একজন অভিনেতা কি যে দুর্দান্ত অভিনয় করেছেন ছবিটি দেখলেই তা বোঝা যাবে। বাংলাদেশের সুপার হিরো শাকিব খান তার দক্ষ অভিনয়গুণে এপার বাংলাও মাতিয়েছেন। তিনি এখন দুই বাংলার জনপ্রিয় একজন নায়ক। দুই বাংলার মধ্যে থাকা কাঁটাতারের বেড়াটা তার জনপ্রিয়তার কাছে ফিকে হয়ে গেছে।’ 

অন্যদিকে নুসরাত এ ছবিতে শাকিবের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। তিনিও শাকিবের কাজে মুগ্ধ। তার কথায়, ‘শাকিব যখন থেকে এ দেশের ছবিতে অভিনয় করছেন তখন থেকেই তার কাজের প্রেমে পড়ে গেছি। বড় ইচ্ছা ছিল তার সঙ্গে অভিনয় করার। বিধাতা শেষ পর্যন্ত আমার মনের আশা পূরণ করলেন। ছবিটি দর্শকরা দেখলেই বুঝতে পারবেন কী অসাধারণ কাজ করেছেন শাকিব আর কী অম্লমধুর রসায়ন আছে আমাদের। শাকিবের মতো একজন দক্ষ নায়ককে আমাদের মাঝে পেয়ে সত্যি আমরা গর্বিত ও আনন্দিত। তার অসাধারণ কাজের কারণে মনে হয় না এখন দুই বাংলা বলে আর কোনো শব্দ আছে।’ 

শাকিব খান-সায়ন্তিকা

সিনেমা নিয়ে শাকিব খান বলেন, ‘এরই মধ্যে দর্শক এ ছবির ‘হয়ে আয়’, ‘তখন বাজে বারোটা’, ‘তোর হাঁটা চলা’ শিরোনামের গানগুলো দারুণ পছন্দ করেছে। ট্রেইলারও দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে। ছবির গল্পটিও দারুণ। দর্শকরা আরও একটি ভালো ছবি দেখতে পাবেন। সব বয়সী মানুষকে খুব আনন্দ দেবে এই ছবি। আশা করি, দুই বাংলার দর্শকরা ছবিটি বেশ উপভোগ করবেন। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। এতে আমার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা যে বড়মাপের শিল্পী তাদের সঙ্গে কাজ করতে গিয়ে বিষয়টি শতভাগ অনুধাবন করতে পেরেছি।’

 ছবিটি আমদানি করছে বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’। জাজের কর্ণধার ও প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘নাকাব’ পশ্চিমবঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং বাংলাদেশ থেকে আমরা একই দিনে মানে ২১ সেপ্টেম্বর মুক্তি দেব। ১৬ সেপ্টেম্বর এ ছবির প্রমোশনের জন্য ঢাকায় আসছেন ছবির দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। একেবারেই অন্যরকম এবং সময়োপযোগী গল্পে নির্মিত এ ছবিটি সহজেই দর্শকের মন জয় করবে বলে আমার বিশ্বাস। ছবিটি পরিচালনা করেছেন ভারতের চিত্র-নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। সব বয়সী মানুষকে আনন্দ দেবে ‘নাকাব’। এ কথা ছবির নির্মাতা-শিল্পী কলাকুশলীর।

শাকিব খান


 
সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!