• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

দুঃখী মায়েদের মুখে হাসি ফোটাতে বৃদ্ধাশ্রমে পূর্ণিমা (ছবিসহ)


বিনোদন প্রতিবেদক মে ২৬, ২০১৯, ০১:৪৩ পিএম
দুঃখী মায়েদের মুখে হাসি ফোটাতে বৃদ্ধাশ্রমে পূর্ণিমা (ছবিসহ)

ঢাকা: রাজধানীর একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। শুক্রবার (২৪ মে) জনপ্রিয় এই নায়িকা উত্তরার মৈনারটেকের অবস্থিত ‘আপন নিবাস বিদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কাটিয়েছেন তিনি।

শনিবার (২৫ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্ধাশ্রমে কাটানো মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন এ চিত্রনায়িকা।

এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘গতকাল আমি খুব সাধারণ একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি। এতে ৫০ জন বৃদ্ধ থাকেন। এর মধ্যে কয়েকজনের বয়স একশ’র বেশি। বৃদ্ধদের পাশাপাশি এতে বেশ কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধীও থাকেন। যাদের অধিকাংশকে তুলে আনা হয়েছে রাস্তা থেকে। এদের দেখলে মনটা ভারি হয়ে ওঠে। তাদের সঙ্গে কিছু সময় আনন্দে কাটালাম।’

পূর্ণিমা আরো জানান, বৃদ্ধাশ্রমে এক বেলা খাবার ও দেয়ার আয়োজন করেন এই অভিনেত্রী। বৃদ্ধদের নিয়ে আশ্রমের পুরো এলাকা ঘুরে বেড়ান তিনি। পূর্ণিমাকে কাছে পেয়ে তারাও আনন্দে মেতে ওঠেন। সমাজের প্রতিষ্ঠিতজনরা যদি বৃদ্ধাশ্রমগুলো ঘুরে দেখতেন, তাদেরকে কিছুটা সময় দিতেন ও তাদের পাশে দাঁড়াতেন, তবে এ মানুষগুলোও হয়তো আপনজনদের থেকে দূরে থাকার কষ্ট ভুলে একটু আনন্দ পেতেন।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!