ঢাকা : চলতি অক্টোবর মাসে লঘুচাপ, ঘূর্ণিঝড়, বজ্রঝড়, বন্যা— সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (০১ অক্টোবর) 'অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে’ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাব্না রয়েছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসের মধ্যভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে; তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকায় কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ১-৬, ৯-১১, ১৬-১৮ ও ২৫-২৯ সেপ্টেম্বর বিচ্ছিন্নভাবে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বগুড়া ও বাঘাবাড়িতে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৭ ডিগ্রি সেলসিয়াস ও ০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশে গড় তাপমাত্রা ১.৩ ডিগ্রি বেশি ছিল।
এতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে সারা দেশে স্বাভাবিক -৫.৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এ মাসে দেশের অনেক স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। এ মাসে দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত সৈয়দপু্রে ২৫৯ মিলিমিটার রেকর্ড করা হয়।
এমটিআই
আপনার মতামত লিখুন :