• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক  জানুয়ারি ১৪, ২০২৪, ০৯:৩২ পিএম
মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির আভাস

ঢাকা: রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের অনেক জেলায় তীব্র শীত অনুভব হচ্ছে। আগামী দুই দিন একই পরিস্থিতি থাকবে। এরপরে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

রোববার (১৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানান।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রবি, সোম ও মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

সিনপটিক অবস্থার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

আগামীকাল সোমবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ৩২ মিনিট এবং সূর্যোদয় হবে ৬টা ৪৪ মিনিট।

এমএস

Wordbridge School
Link copied!